ঢাকা: সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশের আইজিপির বক্তব্য হিসেবে একটি ফটোকার্ড প্রচার করা হচ্ছে। ফটোকার্ডে প্রচারিত জামিন সংক্রান্ত এ বক্তব্যটি আইজিপির নয় বলে দাবি করেছে পুলিশ সদর দফতর।
বুধবার (১ অক্টোবর) বিকেলে পুলিশ সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলামের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি দাবি করেন, ফটোকার্ডে উল্লেখিত “গ্রেফতার হওয়া বড় বড় অপরাধীরা দুই-তিন দিনের মধ্যে জামিনে বের হয়ে যায় কিভাবে তা বোধগম্য নয়”- এ কথা আইজিপি বলেননি।
তার দাবি, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে দেওয়া আইজিপির বক্তব্য বিকৃত করে এ ফটোকার্ড প্রস্তুত করা হয়েছে।
তিনি আরও বলেন, পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া উইং উদ্দেশ্যমূলকভাবে এ অসত্য তথ্য প্রকাশের প্রতিবাদ জানাচ্ছে।
মূলত আইজিপি রাজধানীর মোহাম্মাদপুরের সন্ত্রাসীদের বিষয়ে বলেন, অপরাধীরা গ্রেফতার হওয়ার পর দ্রুত কিভাবে যেন জামিনে বেরিয়ে আবার একই অপরাধমূলক কাজে লিপ্ত হচ্ছে। ফলে পুলিশ বারবার বিপাকে পড়ছে। এই বক্তব্যকে বিকৃত করে ফটোকার্ড বানিয়ে একটি স্বার্থান্নেসী গোষ্ঠী সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে।