Tuesday 09 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রহ্মপুত্র নদের সুরক্ষায় মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ অক্টোবর ২০২৫ ১৬:৩৪ | আপডেট: ১ অক্টোবর ২০২৫ ১৭:৪৬

নদী সুরক্ষায় মানববন্ধন। ছবি: সংগৃহীত

ময়মনসিংহ: আন্তর্জাতিক নদী দিবস উপলক্ষে ময়মনসিংহে নদী সুরক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ অক্টোবর) সকালে নগরীর জয়নুল উদ্যানে ব্রহ্মপুত্র নদের তীরে এই মানববন্ধনের আয়োজন করে পরিবেশবাদী সংগঠন ‘অন্যচিত্র ফাউন্ডেশন’।

‘নদী বাঁচাও, জীবন বাঁচাও’-প্রতিপাদ্যের আন্তর্জাতিক নদী দিবস উপলক্ষে আয়োজিত এই মানববন্ধনে যুব সমাজ, সুশীল সমাজ, শিক্ষার্থী, জেলে, পরিবেশকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন অন্যচিত্র ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেবেকা সুলতানা, গ্রীনফোর্সের সাধারণ সম্পাদক সেলিমা বেগম, হাংগার প্রোজেক্ট প্রতিনিধি আখতারুজ্জামানসহ পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তারা বলেন, ব্রহ্মপুত্র নদ একসময় প্রমত্তা ও জীবন্ত ছিল। দখল, দূষণ, শিল্পবর্জ্য ফেলা, নদীর পাড় ভাঙন এবং অব্যবস্থাপনার কারণে এ নদ আজ মৃতপ্রায়। এই নদ রক্ষা না করলে পরিবেশ, জীববৈচিত্র্য ও মানুষের জীবিকা মারাত্মক হুমকির মুখে পড়বে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর