কুমিল্লা: কুমিল্লার এএফসি হেল্থ লিমিটেড হাসপাতাল পুনরায় চালুর দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে হাসপাতাল সংশ্লিষ্টরা।
বুধবার (১ অক্টোবর) সকালে কুমিল্লা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করা হয়। পরে কুমিল্লা প্রেসক্লাবে সামনে মানববন্ধনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, হাসপাতালটি যখন নানা অব্যবস্থাপনার কারণে বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল, তখন হাসপাতালটি পুনরায় চালু করতে তারা প্রায় ৩ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন। কিন্তু এখন মালিক কর্তৃপক্ষ চুক্তি হওয়া পক্ষের সঙ্গে প্রতারণা করে নতুন করে অন্যদের কাছ থেকে টাকা নিচ্ছে। এতে ২৩ জন বিনোয়গকারী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিনিয়োগকারীদের মধ্যে পরিচালক খায়রুন্নেসা, হাবিবুর রহমান, মামুনুর রশীদ রিপন, জসিম উদ্দিন, মামুনুর রহমান, আসাদুজ্জামান রাসেল, মোজাম্মেল হকসহ অন্যান্যরা।
উল্লেখ্য, এএফসি হেল্থ লিমিটেড হাসপাতালটি কুমিল্লা অঞ্চলের হৃদরোগ চিকিৎসায় আধুনিক সরঞ্জাম নিয়ে সেবা কার্যক্রম শুরু করেছিল। এ হাসপাতালটি হৃদরোগীদের জন্য একটি আধুনিক হাসপাতাল।