ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ূন কবিরের সঙ্গে নর্থ আমেরিকা পররাষ্ট্র কমিটির নেতাদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ও শনিবার (২৭ সেপ্টেম্বর) নিউইয়র্কের গ্র্যান্ড হায়াত হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে বৈঠকে আগামীর বাংলাদেশ কেমন হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় হুমায়ূন কবির প্রবাসী নেতাদেরকে মার্কিন সিনেটর, কংগ্রেসম্যান, স্টেট ডিপার্টমেন্ট এবং নিজ নিজ এলাকার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার পরামর্শ দেন।
তিনি বলেন, “আগামী একাদশ সংসদ নির্বাচনে প্রবাসীরাও ভোটার হবেন। এ প্রক্রিয়ায় প্রবাসীদের বাংলাদেশ এম্বাসি ও কনস্যুলেটের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখতে হবে। কারণ প্রবাসীরা রেমিট্যান্স যোদ্ধা—তাদের যেন নির্বাচনে সহজভাবে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়।” একইসঙ্গে তিনি নতুন প্রজন্মকে বাংলাদেশের উন্নয়নের বিভিন্ন খাতে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব আরোপ করেন।
বৈঠকে হুমায়ূন কবির বিএনপির ভিশন, মিশন ও ৩১ দফা কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন। অভিজ্ঞ এই কূটনীতিক আন্তর্জাতিক অঙ্গনে বিএনপির সঠিক উপস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে উপস্থিত নেতারা মত দেন।
এ সময় প্রবাসী নেতারা আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে হুমায়ূন কবিরকে সিলেট-২ আসনে মনোনয়ন দেওয়া হবে। পাশাপাশি ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করলে তাকে পররাষ্ট্রমন্ত্রী বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে রাখলে দেশ ও দল উভয়ই উপকৃত হবে বলে মন্তব্য করেন তারা।
বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য নাহিদুল খান সাহেল (জর্জিয়া), গোলাম ফারুক শাহীন (নিউইয়র্ক), বদরুল চৌধুরি শিপলু (ক্যালিফোর্নিয়া), হাফিজ খান সোয়াহেল (ওয়াশিংটন ডিসি) এবং শাহ ফরিদ (পেনসিলভানিয়া)।