Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথম স্ত্রীকে তালাক না দেওয়ায় দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
৩০ সেপ্টেম্বর ২০২৫ ১৮:০৩ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৫১

ছবি: সংগৃহীত

বরিশাল: প্রথম স্ত্রীকে তালাক না দেওয়ায় বরিশালের গৌরনদীতে প্রবাসী স্বামী ও শাশুড়ির সঙ্গে ঝগড়া করে দ্বিতীয় স্ত্রী রুনা বেগম (২৫) কীটনাশক পান করে আত্মহত্যা করেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভীমেরপাড় গ্রামে এ ঘটনা ঘটে।

মূমুর্ষ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রুনা ওই গ্রামের দুবাই প্রবাসী মনির হাওলাদারের দ্বিতীয় স্ত্রী। তার বাবার বাড়ি পটুয়াখালীর গলাচিপায়।

স্থানীয়রা জানান, মনিরের প্রথম স্ত্রীর সন্তান না হওয়ায় ৭ মাস আগে তিনি গারমেন্টস কর্মী রুনাকে ঢাকায় বিয়ে করেন। এরপর প্রথম স্ত্রীকে তার বাবার বাড়ি উজিরপুরে এবং দ্বিতীয় স্ত্রীকে ভীমেরপাড় গ্রামের নিজ বাড়িতে রেখে মনির দুবাই চলে যান। গত কয়েক দিন ধরে রুনা মনিরকে তার প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন। এ নিয়ে সোমবার সকালে মনিরের সঙ্গে মোবাইলফোনে এবং শাশুড়ির সঙ্গে তীব্র ঝগড়া হয় রুনার। ওই দিন দুপুরে পরিবারের কাউকে কিছু না জানিয়ে ঘরে থাকা কীটনাশক পান করে রুনা অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে রুনা বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর