Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শরীয়তপুরকে ফরিদপুর বিভাগে না রাখার দাবিতে বিক্ষোভ মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ সেপ্টেম্বর ২০২৫ ১৫:২৮ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫ ১৭:২২

বিক্ষোভ মিছিল। ছবি: সংগৃহীত

শরীয়তপুর: প্রস্তাবিত ফরিদপুর বিভাগে শরীয়তপুরের নাম অন্তর্ভুক্ত না করার দাবিতে ঢাকা-শরীয়তপুর সড়ক ঘন্টাব্যাপী অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে ‘জাগো শরীয়তপুর’ নামে একটি সংগঠন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে শরীয়তপুরের কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটির সদস্যরা।

পরে চৌরঙ্গীর মোড়ে এসে সড়ক অবরোধ করে তারা। এসময় প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে সড়কে যানজট দেখা দেয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করে।

বিক্ষোভকারীরা বলেন, শরীয়তপুর থেকে ঢাকার দূরত্ব কম, ফরিদপুরের দূরত্ব বেশী। শরীয়তপুরের শিক্ষা, চিকিৎসা, ব্যবসা, দাপ্তরিকসহ সব কার্যক্রম ঢাকার সঙ্গে। তাই শরীয়তপুরের সঙ্গে ঢাকার মেলবন্ধন। সেই বন্ধনেই অটুট থাকতে চায় শরীয়তপুরবাসী। তাই জেলা ফরিদপুর বিভাগে যুক্ত হতে চান না। প্রস্তাবিত ফরিদপুর বিভাগে শরীয়তপুরের নাম অন্তর্ভুক্ত না করার দাবি তাদের।

বিজ্ঞাপন

তাদের এই দাবি মানা না হলে আগামীতে কঠিন কর্মসূচির হুশিয়ারী দিয়ে বলেন, অর্ন্তবর্তী সরকার যদি টালবাহানা করে তাহলে তার বিরুদ্ধে মামলা করা হবে আর দাবি না মানা হলে পদ্মা সেতু ব্লকেড কর্মসূচি দেওয়া হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর