Thursday 11 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিনামূল্যে ৭ শতাধিক মানুষকে চক্ষু সেবা দিলো সোল ব্রাদার্স

সারাবাংলা ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৫ ১১:০৭ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫ ১১:৩০

পরীক্ষার ভিত্তিতে অনেক রোগীকে চশমা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।

ঢাকা: রাজধানীর আগারগাঁওয়ে সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় চক্ষু সেবা পৌঁছে দিতে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সোল ব্রাদার্স অফ বাংলাদেশ’র একদিনের বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁও শেরেবাংলা নগরের ২৮ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত এ ক্যাম্পে ৭০০ জনেরও বেশি রোগী চিকিৎসাসেবা নেন।

লায়ন্স চক্ষু ও জেনারেল হাসপাতালের সহযোগিতা এবং সেরা বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানভীর ফারহান রাকিন ও জাহাঙ্গীর আলম বাবু। তারা পুরো আয়োজন তত্ত্বাবধান করেন।

এ ক্যাম্পে ৭০০ জনেরও বেশি রোগী চিকিৎসাসেবা নেন।

ক্যাম্পে চারজন অভিজ্ঞ চিকিৎসকের দল ৭০০ জনেরও বেশি রোগীর চোখ পরীক্ষা করেন। এতে প্রায় ৫০ জন রোগীকে ছানি অপারেশনের জন্য নির্বাচিত করা হয়। লায়ন্স চক্ষু ও জেনারেল হাসপাতালে তাদের সম্পূর্ণ বিনামূল্যে অস্ত্রোপচার করা হবে।

বিজ্ঞাপন

এ ছাড়া ক্যাম্পে পরীক্ষার ভিত্তিতে অনেক রোগীকে চশমা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।

শুধু চিকিৎসকই নয়, সোল ব্রাদার্স অফ বাংলাদেশের ২০ জনেরও বেশি স্বেচ্ছাসেবী সক্রিয়ভাবে অংশ নেন। তাদের সহযোগিতায় ক্যাম্পটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

সংগঠনের প্রতিনিধিরা জানান, সমাজের সব শ্রেণির মানুষের পাশে দাঁড়ানো ও ইতিবাচক পরিবর্তনের জন্য সচেতনতা তৈরি করাই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের মানবিক উদ্যোগ নেওয়ার পরিকল্পনাও রয়েছে তাদের।

বিজ্ঞাপন

উদ্ধার হওয়া শিশু সাজিদ মারা গেছে
১১ ডিসেম্বর ২০২৫ ২৩:২৭

আরো

সম্পর্কিত খবর