Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তেল আবিবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুতিরা

আন্তর্জাতিক ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২৫ ২০:১৩ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫ ০১:৪৩

তেল আবিবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের। ছবি: সংগৃহীত

ইসরায়েলের রাজধানী তেল আবিবে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তাদের দাবি— গাজায় ইসরায়েলি সামরিক অভিযান ও ফিলিস্তিনিদের ওপর ‘নৃশংসতার’ জবাব হিসেবেই এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহের নিউজ এ তথ্য জানিয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান, তাদের ক্ষেপণাস্ত্র ইউনিট তেল আবিবের গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে একাধিক ওয়ারহেড বহনকারী ‘ফিলিস্তিন-২’ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। তিনি দাবি করেন, অভিযানের ফলে লাখো মানুষকে আশ্রয়কেন্দ্রে ছুটতে বাধ্য করা হয়।

বিজ্ঞাপন

একইসঙ্গে হুতিরা আরও দাবি করেছে, বিস্ফোরকবাহী দুটি ড্রোন ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর ইলাতের গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হেনেছে। সারির ভাষ্য, ‘গাজায় আক্রমণ ও অবরোধ বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলের ভেতরে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র সোমবার তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করেছে। তবে হুতিদের হামলার দাবি আংশিকভাবে নিশ্চিত করেনি ইসরায়েল।

এর আগে গত বুধবার (২৪ সেপ্টেম্বর) ইলাত শহরে হুতিদের চালানো এক ড্রোন হামলায় একটি হোটেলের পাশে বিস্ফোরণ ঘটে, যাতে অন্তত ২২ জন আহত হন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর