Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪৮তম বিসিএসে দু’জনের সুপারিশ বাতিল, ২১ জনের স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ সেপ্টেম্বর ২০২৫ ২০:০১ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫ ০১:৪৪

ঢাকা: ৪৮তম বিশেষ বিসিএসে উত্তীর্ণ ২ জন প্রার্থীর এমবিবিএস ডিগ্রি না থাকায় প্রার্থিতা বাতিল করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সেইসঙ্গে ২১ জন প্রার্থীর চূড়ান্ত সুপারিশ স্থগিত করেছে পিএসসি। জানা গেছে, ২১ জনের মধ্যে ১৯ জন সহকারী সার্জন ও দুজন সহকারী ডেন্টাল সার্জন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার শাখা) মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএমডিসির মূল সনদ না থাকায় ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ এ বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক সাময়িকভাবে মনোনয়নকৃত প্রার্থীদের মধ্যে নিম্নোক্ত রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থীদের মনোনয়ন স্থগিত রাখা হয়েছে।

বিজ্ঞাপন

সহকারী সার্জন—৪৮১২৬৪২৪, ৪৮১০০০৬৭, ৪৮১১৮৮৯১, ৪৮১১০৬০৬, ৪৮১০৪৮৬২, ৪৮১৩০৮৫৮, ৪৮১১০৪৫৪, ৪৮১২৮২৭০, ৪৮১০৫০২৫, ৪৮১৩২৩৪০, ৪৮১১৩৬০৪, ৪৮১২৯৫১৭, ৪৮১০২৫৪৩, ৪৮১০৪৫১৬, ৪৮১০৪৬৭৮, ৪৮১০৫৮৬৬, ৪৮১৩৫৬৭৮, ৪৮১০৬৮৯৩, ৪৮১০৯৫৪৭

সহকারী ডেন্টাল সার্জন— ৪৮২০২৫৮৫, ৪৮২০৩৩৭৫

স্থগিতকৃত প্রার্থীদের বিষয়ে কমিশন কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অতি সত্বর জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ এ সহকারী সার্জন পদে সাময়িকভাবে মনোনয়নকৃত ৪৮১০৯৩৩২ এবং ৪৮১৩১০৪৩ নম্বর রেজিস্ট্রেশন নম্বরধারী অবতীর্ণ প্রার্থীদের এমবিবিএস সনদ না থাকায় প্রার্থিতা বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর ৪৮তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ করে পিএসসি। এতে তিন হাজার ১২০ জনকে নিয়োগের জন্য চূড়ান্ত সুপারিশ করা হয়। শিগগিরি তাদের নিয়োগ দিয়ে গেজেট জারি করার কথা রয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের। ঠিক তার আগেই ২১ জনের সুপারিশ স্থগিত এবং দুজনের সুপারিশ বাতিল করল পিএসসি।

সারাবাংলা/এনএল/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর