Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিখোঁজের ২ দিন পর সেফটিক ট্যাংকে মিলল শিশুর মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ সেপ্টেম্বর ২০২৫ ১৬:১৭ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৫৩

মৃত শিশু তায়েবা।

শরীয়তপুর: জেলার ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে নিখোঁজের দুইদিন পর তায়েবা (৫) নামে এক শিশুর মরদেহ সেফটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সখিপুর থানার ছৈয়াল কান্দি এলাকায় সেফটিক ট্যাংকে শিশুটির মরদেহ পাওয়া যায়। এর আগে, গত বুধবার থেকে শিশুটি নিখোঁজ ছিল।

মৃত শিশু তায়েবা সখিপুর থানার ছৈয়াল কান্দি এলাকার টিটু সরদারের মেয়ে। সে স্থানীয় দারুন নাজার মাদরাসার নার্সারীর শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তায়েবা বুধবার বিকেলে বাসা থেকে খেলার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হয়। এরপর পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে থানায় নিখোঁজ ডায়েরি করে এবং পরবর্তীতে আশপাশের বিভিন্ন এলাকায় মাইকিং ও পোস্টারি শুরু করে। এরপরেও নিখোঁজ তায়েবার সন্ধান মেলে না। শুক্রবার সকাল থেকে পুনরায় এলাকাজুড়ে তল্লাশি শুরু করেন স্বজন ও স্থানীয়রা। এরপর বাড়ির অদূরে মেসবাহউদ্দীন মোল্লার বাসার সেফটিক ট্যাংকের ঢাকনা কিছুটা খোলা দেখলে সন্দেহ হয় তাদের। পরে সেখানে তায়েবার মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় তারা।

বিজ্ঞাপন

এ ব্যাপারে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) সৌম্য শেখর পাল বলেন, ‘শিশুটির নিখোঁজের পর আমরাও বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেছি। আজ দুপুরে খবর পেয়েছি, বাড়ির অদূরে একটি সেফটিক ট্যাংকের ভেতর তার মরদেহ পাওয়া গিয়েছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর