Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চলচ্চিত্রের উন্নয়নে সব করবে সরকার: প্রধানমন্ত্রী


৮ জুলাই ২০১৮ ১৯:৫৪ | আপডেট: ৮ জুলাই ২০১৮ ২১:২৩

প্রধানমন্ত্রী

এন্টারটিইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ৪১তম আসরের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রোববার (৮ জুলাই) সন্ধ্যায় শুরু হয় পুরস্কার প্রদান অনুষ্ঠান। আজীবন সম্মাননাসহ ২৫টি বিভাগের ৩১ জন পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক, মেডেল ও সনদ তুলে দেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য তিনি শুরু করেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে। বঙ্গবন্ধুর হাত ধরেই এফডিসির যাত্রা শুরু। এই ক্ষেত্রকে উন্নত করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্তদের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। অন্যসব ক্ষেত্রের মতো চলচ্চিত্রকেও এগিয়ে যেতে হবে। কারণ চলচ্চিত্রে মানুষের প্রতিচ্ছবি ভেসে ওঠে, সমাজের বিভিন্ন চিত্র ফুটে ওঠে। চলচ্চিত্রের মাধ্যমে একসঙ্গে অনেক মানুষের কাছে ভালো ভালো বার্তা দেওয়া যায়। সমাজ পরিবর্তনের অন্যতম হাতিয়ার চলচ্চিত্র। তাই এই মাধ্যমকে এগিয়ে যেতে হবে।’

এসময় প্রধানমন্ত্রী চলচ্চিত্র সংশ্লিষ্টদেরকে প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, ‘বাংলাদেশ ডিজিটাল হয়ে যাচ্ছে। চলচ্চিত্রকেও আধুনিক হতে হবে। আর সে জন্য যা করা দরকার সব করব আমরা।’

এত ব্যস্ততার মধ্যে প্রধানমন্ত্রী কি সিনেমা দেখেন? এই প্রশ্ন নিশ্চয়ই সবার মনে উঁকি দেয়। তাই প্রধানমন্ত্রী তার কথায় জানিয়ে দিলেন যে, তিনিও সিনেমা দেখেন। কিন্তু কখন? যখন তিনি বিমানে ভ্রমণ করেন। ‘আমি যখন বিমানে যাতায়াত করি তখন সিনেমা দেখি, ওটাই সবচেয়ে ভালো সময় সিনেমা দেখার। তাছাড়া অন্য সময় তো শুধু কাগজ কলমের কাজ।’

বিজ্ঞাপন

মুক্তিযুদ্ধের চেতনায় চলচ্চিত্র নির্মাণের অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী। বাঙালি যে বিজয়ী জাতি, তা যেন চলচ্চিত্রের মাধ্যমে উঠে আসে। দেশে এবং বিদেশে চলচ্চিত্রের মাধ্যমে যেন জাতির বীরত্ব ও গৌরবগাঁথা প্রকাশ পায়।

সারাবাংলা/পিএ

জাতীয় চলচ্চিত্র পুরস্কার

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর