Wednesday 10 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কূটনৈতিক অধ্যয়ন ও প্রশিক্ষণে বাংলাদেশ-ওমান সমঝোতা স্মারক সই

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৫ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৩৫ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১৭:২৩

– ছবি : সংগৃহীত

ঢাকা: কূটনৈতিক অধ্যয়ন ও প্রশিক্ষণ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে বাংলাদেশ ও ওমান।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টে পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ সময়ানুযায়ী সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যিদ বদর বিন হামাদ আলবুসাইদি-এর মধ্যে এক দ্বি-পাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে দুই মন্ত্রী কূটনৈতিক অধ্যয়ন এবং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের ফরেন সার্ভিস একাডেমি এবং ওমানের ডিপ্লোম্যাটিক একাডেমি-এর মধ্যে একটি সমঝোতা স্মারক সই করেন।

বিজ্ঞাপন

এ সমঝোতা স্মারকটি সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ এবং দক্ষতা বিনিময়ে সহযোগিতা বাড়াবে, যা আগামী দিনে দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে আরও শক্তিশালী কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলবে বলে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পোস্টে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সাইডলাইনের বৈঠকে দুই পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ও ওমানের মধ্যে উষ্ণ-দীর্ঘস্থায়ী সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তারা। পররাষ্ট্র উপদেষ্টা ৭ লাখ বাংলাদেশি কর্মীকে আতিথেয়তা দেওয়ার জন্য ওমান সরকারকে ধন্যবাদের পাশাপাশি তাদের চাহিদার ভিত্তিতে আরও কর্মী নিয়োগের অনুরোধ জানান।