Tuesday 09 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‎নির্বাচনি ছয় দফা দাবি নারীর রাজনৈতিক অধিকার ফোরামের

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৫৪ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫ ২১:৪২

ইসির সঙ্গে নারীর রাজনৈতিক অধিকার ফোরামের বৈঠক।

ঢাকা: ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি আইন সংস্কারে ছয় দফা দাবি তুলে ধরেছে নারীর রাজনৈতিক অধিকার ফোরাম।

‎মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে আগারগাঁওস্থ নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে এ দাবিতে বৈঠক করেন ফোরামের প্রতিনিধিরা।

‎নারীর রাজনৈতিক অধিকার ফোরামের পক্ষ থেকে নারী প্রার্থীর বাধ্যতামূলক মনোনয়ন, দলীয় কাঠামোতে নারীর নেতৃত্ব, নির্বাচনি প্রচারে ব্যয়সীমার সমপরিমাণ অর্থ মঞ্জুরী, অনলাইন ও অফলাইনে হয়রানি প্রতিরোধে নীতি ও নির্দেশনা, সংসদে সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচন এবং সব আসনে ‘না’ ভোট রাখার বিষয়ে দাবি জানানো হয়।

‎বৈঠক শেষে নারীবিষয়ক সংস্কার কমিশনের সদস্য মাহীন সুলতান সাংবাদিকেদের বলেন, ‘ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং অনেক বিষয়ে ভালো আউটকাম পেয়েছি। নারী ভোটার, নারী প্রার্থী ও নারী নাগরিকদের সমান মর্যাদা নিশ্চিতকরণে আমাদের দাবি ও প্রত্যাশা তুলে ধরেছি। নির্বাচন কমিশনও বেশ কিছু পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন।

‎জানান, দলগুলোর কাছে ৩৩ শতাংশ নারী প্রার্থী মনোনয়নে বাধ্যবাধকতা আরোপের বিষয়টিও তুলে ধরা হয়েছে। সেসঙ্গে আগামীতে নারী নেতৃত্ব বাড়াতে দলগুলোর সঙ্গেও আলোচনা চালিয়ে যাওয়ার কথা তুলে ধরা হয় ফোরামের পক্ষ থেকে।

‎মাহিন সুলতান জানান, আচরণবিধিতে নারী প্রার্থী বা ভোটারের বিরুদ্ধে সহিংসতা বা হয়রানির ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিধান এবং নারী প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন রকমের হয়রানি, বিশেষ করে সাইবার ভায়োলেন্সের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিধান যুক্ত করা হয়েছে বলে ইসি জানিয়েছে।

‎নারীর রাজনৈতিক অধিকার ফোরামের উদ্যোগ বাস্তবায়িত হলে নারীর রাজনৈতিক অংশগ্রহণে নতুন দিগন্ত খুলবে এবং নারীর প্রতি সমান মর্যাদা নিশ্চিত হবে বলে জানান তারা।

‎এ বৈঠকে নারীবিষয়ক সংস্কার কমিশনের সদস্য মাহীন সুলতানের নেতৃত্বে নারী পক্ষের নির্বাহী পরিষদ সদস্য সাদাফ সায, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত এবং নারী সংহতির সভাপ্রধান শ্যামলী শীল বৈঠকে অংশ নেন।

‎এ সময় চার নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মো. সানাউল্লাহ ও ইসি সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।

‎উল্লেখ্য, নারীর রাজনৈতিক অধিকার ফোরামভূক্ত সংগঠনগুলো হচ্ছে-ক্ষুব্ধ নারী সমাজ, গণসাক্ষরতা অভিযান, দর্বার নেটওয়ার্ক ফাউন্ডেশন, নাগরিক কোয়ালিশন, নারী উদ্যোগ কেন্দ্র (নউক), নারীগ্রন্থ প্রবর্তনা, নারী সংহতি, নারী পক্ষ, নারীর ডাকে রাজনীতি, ফেমিনিস্ট অ্যালায়েন্স অব বাংলাদেশ (ফ্যাব), বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র ও ভয়ের ফর রিফর্ম।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনএল/এইচআই
বিজ্ঞাপন

বেগম রোকেয়া দিবস আজ
৯ ডিসেম্বর ২০২৫ ০২:৫৮

আরো

সম্পর্কিত খবর