ঢাকা: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, যুক্তরাষ্ট্রে হামলার ঘটনা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রেরই অংশ। এ ধরনের চোরাগোপ্তা হামলার মাধ্যমে অপশক্তি আবারও তাদের কলঙ্কিত চেহারা উন্মোচন করেছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ডিআরইউতে গণতন্ত্র রক্ষা আন্দোলনের আয়োজনে অনুষ্ঠিত ‘বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের গণতন্ত্র ও সংবিধান’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
সেলিমা রহমান বলেন, “যারা যুক্তরাষ্ট্রে হামলা চালিয়েছে তারা দেশে অস্থিতিশীল অবস্থা তৈরি করতে চাইছে। বিএনপিকে হোঁচট খাওয়ানোর চেষ্টা করা হলেও তা সফল হবে না।”
তিনি আরও অভিযোগ করেন, মুক্তিযুদ্ধ চলাকালে যারা রাজাকার ছিল এবং নারীদের হানাদার বাহিনীর কাছে তুলে দিয়েছিল, সেই একই শক্তি এখনো তাদের পুরোনো আদর্শ থেকে বের হতে পারেনি। এ শক্তি নির্বাচন ঠেকাতে ও পরিস্থিতি ঘোলাটে করতে চাইছে, কিন্তু জনগণকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করা হবে।
সভায় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ, সাবেক এমপি বিলকিস ইসলাম, প্রিন্সিপাল শাহ মুহাম্মদ নেছারুল হক, কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল বাকী প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভার সভাপতিত্ব করেন গণতন্ত্র রক্ষা আন্দোলনের সভাপতি নাসির উদ্দিন হাজারী এবং অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন বেপারী।