Monday 29 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‎ঝালকাঠিতে চিরকুট লিখে আইনজীবীর ‘আত্মহত্যা’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ সেপ্টেম্বর ২০২৫ ০৮:১৯ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫ ১০:৩২

‎মৃত অ্যাডভোকেট শামিম হোসেন জয়।

‎বরিশাল: জেলার ‎ঝালকাঠিতে শামিম হোসেন জয় (৩৭) নামে এক আইনজীবীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে জেলা শহরের চাঁদকাঠি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

‎মৃত অ্যাডভোকেট শামিম হোসেন জয় জেলার নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের দক্ষিণ দুধারিয়া এলাকার মোজাম্মেল হক মোল্লার ছেলে। তিনি ঝালকাঠির আইনজীবী সমিতির সদস্য ছিলেন। পেশাগত কারণে তিনি ভাড়া থাকতেন চাঁদকাঠি এলাকায়।

মৃতের স্বজনরা জানান, শামিমের কোমরে ব্যাথাজনিত সমস্যা ছিল। ভারতে চিকিৎসার জন্য তিনি পাসপোর্টও করেন। পুলিশ সেই পাসপোর্ট উদ্ধার করে।

‎ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলে একটি চিরকুট পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা। তবে সবকিছু তদন্ত করে বিস্তারিত জানা যাবে।

‎চিরকুটে লেখা রয়েছে, ‘আমার শরীরে যে রোগ বাসা বেধেছে তাতে আমার মৃত্যু অনিবার্য। শরীরের কষ্ট, মানসিক চাপ আমি আর নিতে পারছি না। তাই সব কিছু ভেবেচিন্তে আত্মহত্যার পথ বেছে নিলাম। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমি আমার ভুল গুলো বুঝতে পেরেছি এবং অনুতপ্ত। আমাকে ভুল বুঝবেন না পারলে ক্ষমা করে দিবেন।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর