Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিস্তা প্রকল্প বাস্তবায়নে আগ্রহী চীন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৬ সেপ্টেম্বর ২০২৫ ১৩:০২ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৪৫

তিস্তা প্রকল্প বাস্তবায়নের আগ্রহ দেখিয়েছে চীন।

ঢাকা: তিস্তা প্রকল্প বাস্তবায়নের আগ্রহ দেখিয়েছে চীন। এ লক্ষ্যে বাংলাদেশে একটি কারিগরি বিশেষজ্ঞ দল পাঠাবে দেশটি। চীনের এই সিদ্ধান্ত ঢাকাকে অবহিত করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের কর্মকর্তারা জা‌নিয়েছেন, ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সোমবার (১৫ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠক করে এ কথা জানান। চীনের রাষ্ট্রদূত পররাষ্ট্রসচিবের সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠক করেন।

বাংলাদেশ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের কাছে প্রায় ৫৫ কোটি ডলার ঋণ চেয়েছে। চীন এ বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছে।

বৈঠকে উভয় পক্ষ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বেইজিং সফরের সময় নেওয়া দুই দেশের সিদ্ধান্তগুলো বাস্তবায়নের বিষয়ে আলোচনা করেছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/একে/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর