Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্যালিফোর্নিয়া ও লস এঞ্জেলসে যুবলীগের কমিটি গঠন


৮ জুলাই ২০১৮ ০৯:২১ | আপডেট: ৮ জুলাই ২০১৮ ০৯:২৩

|| সারাবাংলা ডেস্ক ||

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম বাঙ্গালি অধ্যুষিত অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়া ষ্টেট আওয়ামী যুবলীগের সভাপতি নির্বাচিত হয়েছেন সুবর্ণ নন্দী তাপস। এছাড়া সাধারণ সম্পাদক পদে সাইফুল ইসলাম চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক পদে শ্যামল মজুমদারের নেতৃত্বে ৩১ সদস্য বিশিষ্ট ক্যালিফোর্নিয়া স্টেট যুবলীগের কমিটি গঠন করা হয়েছে।

গত ৩০ জুন ও ১ জুলাই দুইদিন ব্যাপী ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে যুক্তরাষ্ট্র যুবলীগের আহ্বায়ক এ.কে.এম তারিকুল হায়দার চৌধুরী ও যুগ্ম-আহবায়ক বাহার খন্দকার সবুজের উপস্থিতিতে কাউন্সিল সদস্যরা এই কমিটি গঠন করেন।

একইসঙ্গে আলমগীর হোসেনকে সভাপতি ও হাবিবুর রহমান ইমরানকে সাধারণ সম্পাদক করে লস এঞ্জেলস সিটি যুবলীগের ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। সম্মেলনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে যুবলীগের নেতাকর্মীরা যোগদান করেন।

এসময় শেখ হাসিনার নেতৃত্বে দলকে আরও এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেছেন নব নির্বাচিতরা। সম্মেলন শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সারাবাংলা/এএস

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর