Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদা পারভীনের মৃত্যুতে তারেক-ফখরুলের শোক

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৯ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১০:৩২

ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: ‘তোমরা ভুলে গেছো মল্লিকাদির নাম’ গানের মাধ্যমে অসংখ্য শ্রোতার হৃদয় জয় করা বিখ্যাত লালন সংগীত শিল্পী ফরিদা পারভীন আর নেই। গুণী এই শিল্পীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো বার্তায় তারা এ শোক জানান।

তারা বলেন, ‘ফরিদা পারভীন ছিলেন লালন সংগীতের জীবন্ত কণ্ঠ। তার অসাধারণ কণ্ঠে লালন গীতি শুধুমাত্র সংগীতের মাধুর্যই নয়, বরং মানবতা, সাম্য, ভালোবাসা ও সত্যের বাণী হয়ে মানুষের অন্তরে গভীরভাবে অনুরণিত হয়েছে।

বিএনপি নেতারা আরও বলেন, ‘তার মৃত্যুতে জাতি এক মহান গুণী শিল্পীকে হারালো। বাংলা সংগীতে এই শূন্যতা পূরণ হওয়ার নয়।’

বিজ্ঞাপন

শোকবার্তায় ফরিদা পারভীনের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তারা। পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গন ও অসংখ্য ভক্ত-শ্রোতার প্রতি সমবেদনা প্রকাশ করেন।

উল্লেখ্য, শনিবার রাত ১০টা ১৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফরিদা পারভীন শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর