Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এশিয়া কাপ ২০২৫
শ্রীলংকার কাছে পাত্তাই পেল না বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৫৮ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫ ০৩:৩৩

দাপুটে জয় পেয়েছে শ্রীলংকা

হংকংয়ের বিপক্ষে দাপুটে জয়ে উড়ছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেই তাদের মাটিতে নামিয়ে আনল শ্রীলংকা। আবুধাবিতে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে বড় ধাক্কা খেল লিটন দাসের দল। শ্রীলংকান ব্যাটারদের তাণ্ডবে দাঁড়াতেই পারেনি বাংলাদেশের বোলিং আক্রমণ। ১৪০ রান তাড়া করতে নেমে ৩২ বল হাতে রেখে ৬ উইকেটের দারুণ এক জয় নিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করল লংকানরা।

লক্ষ্যটা খুব বড় ছিল না। ১৩ রানের মাথায় মোস্তাফিজের বলে কুশল মেন্ডিস ফিরলে ভাঙে ওপেনিং জুটি। এরপর অবশ্য আবুধাবি দেখেছে পাথুম নিশানকা ও কামিল মিশারার জাদুকরী ব্যাটিং।

নিশানকা-মিশারা জুটিই খেলাটা বাংলাদেশের হাত থেকে ছিনিয়ে নিয়েছেন। ২য় উইকেটে তাদের ৯৫ রানের দুর্দান্ত এক জুটি দলকে জয়ের খুব কাছে নিয়ে গিয়েছে।

বিজ্ঞাপন

৩৪ বলে ৫০ রানে যখন নিশানকা ফেরেন, শ্রীলংকার জয় তখন সময়ের ব্যাপার মাত্র। ৩২ বলে ৪৬ রান করে শেষ পর্যন্ত ক্রিজে ছিলেন মিশারা।

১৪ ওভার ৪ বলে ৬ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলংকা। এই হারে সুপার ফোরে ওঠা বেশ হুমকিতে পড়ে গেল বাংলাদেশের।

নেট রানরেটে এগিয়ে থেকে সুপার ফোরে যেতে হলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানদের বড় ব্যবধানে হারাতে হবে বাংলাদেশকে।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর