Tuesday 09 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মৎস্যবন্দর মহিপুরে অবৈধ ট্রলিং বোটসহ ১৪ জেলে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৩৮

ট্রলিং বোটসহ ১৪ জন জেলেকে আটক করেছে কোস্ট গার্ড।

পটুয়াখালী: মৎস্যবন্দর মহিপুরে কোস্ট গার্ড, মৎস্য অধিদফতর ও নৌপুলিশের যৌথ অভিযানে একটি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোটসহ ১৪ জন জেলে আটক হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন নিজামপুর, মৎস্য অধিদফতর ও নৌ পুলিশের সমন্বয়ে আলীপুর-মহিপুর সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোটসহ ১৪ জন জেলেকে আটক করা হয়।

পরে জব্দ হওয়া বোট থেকে ট্রলিং সরঞ্জামাদি অপসারণ করা হয়। আটক জেলেসহ বোটটি মহিপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর