Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসরায়েলি হামলায় নিহতদের জানাজায় কাতারের আমির

আন্তর্জাতিক ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২৫ ১১:৪৪ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫ ১৫:০৩

জানাজায় অংশ নেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। ছবি: সংগৃহীত

কাতারের দোহায় ইসরায়েলি হামলায় নিহত ব্যক্তিদের জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ইমাম আব্দুল ওয়াহাব মসজিদে এ জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ছয়জনের মধ্যে পাঁচজন ছিলেন ফিলিস্তিনের। তাদের মরদেহ ফিলিস্তিনের পতাকায় মোড়ানো হয়। নিহত অপরজন কাতারের সেনাবাহিনীর সদস্য ছিলেন। তার নাম কর্পোরাল বদর সাদ মোহাম্মদ আল-হুমাইদি আল দোসারি। তার মরদেহও কাতারের পতাকায় মোড়ানো হয়।

নিহতদের মরদেহ মিসাইমির কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছিল কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

গত ৯ সেপ্টেম্বর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের শীর্ষস্থানীয় নেতাদের লক্ষ্য করে এ বিমান হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী। তবে শীর্ষ নেতাদের সবাই বেঁচে গেছেন।

তা সত্ত্বেও ছয়জন এই হামলায় প্রাণ হারান। যার মধ্যে কাতারের সেনাবাহিনীর এক সদস্যও ছিলেন। এ ছাড়া, নিহতদের মধ্যে হামাস নেতা খলিল আল-হায়ার ছেলে রয়েছেন। মূলত খলিল ও তার অন্য সহযোদ্ধাদের হত্যা করতে হামলা চালায় দখলদাররা।

হামলার পর কাতারের আমির গণমাধ্যমকে বলেন, খলিল আল-হায়া নিহত হয়েছেন কি না এ ব্যাপারে তিনি কোনো তথ্য জানেন না। এ ছাড়া, হামাস-ইসরায়েল যুদ্ধে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন নিয়েও নতুন করে ভাববেন বলে জানান তিনি।

এ হামলার কারণে ইসরায়েলি জিম্মিদের মুক্তি পাওয়ার আশা শেষ হয়ে গেছে বলেও উল্লেখ করেন কাতারের শাসক।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর