Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাপানে পৌঁছেছে এনসিপি প্রতিনিধি দল

স্টাফ করেসপন্ডেন্ট
১২ সেপ্টেম্বর ২০২৫ ১০:৩৬ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫ ১২:৩২

এনসিপি’র প্রতিনিধি দল জাপানের রাজধানী টোকিওতে পৌঁছেছে।

ঢাকা: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর প্রতিনিধি দল জাপানের রাজধানী টোকিওতে পৌঁছেছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৬টা ৩০ মিনিটে তারা নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় প্রবাসী বাংলাদেশিরা ফুল দিয়ে প্রতিনিধি দলকে অভ্যর্থনা জানান।

এর আগে, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর দেড়টার ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারা জাপানের উদ্দেশে রওনা হন।

প্রতিনিধি দলে রয়েছেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সার্জিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আলম।

দলটি টোকিও ও ওসাকায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটি এবং এনসিপির সমর্থকদের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। এ ছাড়া, জাপানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে প্রবাসীদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এফএন/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর