Saturday 13 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেকনিক্যালে মিছিলের প্রস্তুতিকালে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
১২ সেপ্টেম্বর ২০২৫ ০০:৫৩ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫ ১০:৫৩

টেকনিক্যালে মিছিলের প্রস্তুতিকালে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার

ঢাকা: রাজধানীর টেকনিক্যাল মোড়ে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ঘটনাস্থল থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মী গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে তাদের গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।

গ্রেফতারকৃতরা হলেন- নাটোর জেলার বড় বড়াই গ্রামের যুবলীগের সক্রিয় সদস্য মো. আল আমিন (৩২), আওয়ামী লীগের সক্রিয় সদস্য মো. আক্কাস মিয়া (৫২), চাঁদপুর সদর ১২ নম্বর চন্দ্রা ইউনিয়ন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মো. সোহাগ মাঝি (৩৮), আওয়ামী লীগের সক্রিয় সদস্য মো. নেছার মিয়া (৪৮), মো. ইউসুফ আলী (৪৮), মো. ফারুক হোসেন (৪৭), মো. মকবুল মৃধা (৫৪), মো. মানিক মিয়া (৩৮), মো. শাহীন (৫০), মো. নাঈম (২৫), মো. এমদাদুল হক (৩৭) ও মো. আব্দুল আলীম (২২)।

বিজ্ঞাপন

তালেবুর রহমান বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বেশকিছু নেতাকর্মী বিকেল পৌনে ৪টার দিকে দারুসসালাম থানাধীন টেকনিক্যাল মোড়ে জড়ো হয়ে ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছে এ রকম সংবাদ পাওয়ার পর থানার টহল দল দ্রুত ঘটনাস্থলে যায়। এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় তাৎক্ষণিক ১২ জনকে আটক করতে সক্ষম হয়। তখন পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে যায়।’

গ্রেফতার ১২ জনসহ ঝটিকা মিছিলের আয়োজকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

সারাবাংলা/এমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর