Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভাবির কাছে গাঁজা কেনার টাকা না পেয়ে ভাতিজিকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৪০

কক্সবাজার : কক্সবাজারের রামুতে ফাতেমা (৩) নামে এক শিশুকে কুপিয়ে হত্যা করেছে তার মাদকাসক্ত চাচা নুরুল হাকিম (২৫)। গাঁজা সেবনের জন্য ভাবির কাছে টাকা চেয়ে না পেয়ে সে এই হত্যাকাণ্ড ঘটায়।

বুধবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার ঈদগড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উত্তর শরীফপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফাতেমা উত্তর শরীফপাড়ার নুরুল আজিমের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত নুরুল হাকিম গাঁজা সেবনের জন্য তার ভাবির কাছে টাকা চায়। ভাবি টাকা দিতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে সে ভাতিজি ফাতেমাকে ধারালো দা দিয়ে মাথায় কোপ দেয়। এতে শিশুটি ঘটনাস্থলেই মারা যায়।

বিজ্ঞাপন

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. ফরিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযুক্ত নুরুল হাকিমকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর