Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যে মতেরই হোক সবাই একসঙ্গে কাজ করব: সাদিক কায়েম

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ সেপ্টেম্বর ২০২৫ ১৭:১৬ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫ ১৯:২৪

ডাকসুর সদ্য বিজয়ী সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম।

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) সদ্য জয়ী সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম বলেছেন, যে মতের হোক না কেন সবাই একসঙ্গে কাজ করব।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সংবাদ সম্মেলনে প্রতিক্রিয়া জানান ছাত্রশিবির সমর্থিত প্যানেলের নির্বাচিত ভিপি সাদিক কায়েম ও জিএস পদে জয়ী এস এম ফরহাদ।

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের প্রত্যাশা আমাদের প্রত্যাশা। আমরা ক্যাম্পাসকে স্বপ্নের ক্যাম্পাস হিসেবে গড়ে তুলব।’

ভিপি সাদিক কায়েম বলেন, ‘যারা একসঙ্গে নির্বাচন করেছেন তারা প্রত্যেকে উপদেষ্টা। তারা আমাদের পরামর্শ দেবেন। জুলাই বিপ্লব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে।’ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আগামী বাংলাদেশের স্বপ্ন দেখবেন বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

দায়িত্বপালনকালে মারা যাওয়া সাংবাদিক ও তার পরিবারের প্রতি সমবেদনা জানান সাদিক কায়েম। তিনি সব গণমাধ্যমকর্মীদেরও ধন্যবাদ জানান।

বিজ্ঞাপন

মেঘনা গ্রুপে কাজের সুযোগ
৮ ডিসেম্বর ২০২৫ ১১:০১

আরো

সম্পর্কিত খবর