Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মির্জাগঞ্জে ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ সেপ্টেম্বর ২০২৫ ১৩:০৯

গ্রেফতার মো. ফোরকান হাওলাদার।

‎পটুয়াখালী: জেলার মির্জাগঞ্জের কাকড়াবুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফোরকান হাওলাদারকে (৫২) বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে মির্জাগঞ্জ থানা পুলিশ।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার গাজীপুরা স্কুলের পশ্চিম পাশের এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ফোরকান হাওলাদার উপজেলার গাজীপুরা গ্রামের মৃত আসমত আলী হাওলাদারের ছেলে।

মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম জানান, গ্রেফতার ফোরকান হাওলাদারের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে মামলা রয়েছে। বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার নিকট হতে মামলা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য পাওয়া গেছে যা যাচাই বাছাই করা হচ্ছে।

বিজ্ঞাপন

এ ছাড়া, তার বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসা,জমি দখল ও নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীদের সঙ্গে নাশকতার পরিকল্পনার অভিযোগসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। গ্রেফতার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষার্থে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

জলপাই বাগানে কী করছিলেন বুবলী!
৮ ডিসেম্বর ২০২৫ ১৬:৪৪

আরো

সম্পর্কিত খবর