Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় শীর্ষ চাল ব্যবসায়ী রশিদ গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ সেপ্টেম্বর ২০২৫ ১১:৫৫

আব্দুর রশিদ।

কুষ্টিয়া: দেশের অন্যতম শীর্ষ চাল ব্যবসায়ী ও বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে কুষ্টিয়া মডেল থানা পুলিশ। তিনি ১৯ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন বলেন, আকিজ গ্রুপের সঙ্গে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মডেল থানায় মামলাটি দায়ের করা হয়েছিল এবং সেই মামলায় আজ তাকে গ্রেফতার করা হয়েছে।

এর আগেও ২০২৪ সালের ১৬ নভেম্বর প্রতারণা মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, আব্দুর রশিদ দেশের অন্যতম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরের রশিদ অ্যাগ্রো ফুড প্রোডাক্টস লিমিটেডের মালিক।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর