Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নীলফামারীতে গ্রেফতার যুবলীগ নেতা কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ সেপ্টেম্বর ২০২৫ ০০:২০ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০২৫ ০০:২২

নীলফামারী: জেলা সদরের সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদকে ভাঙচুর মামলায় গ্রেফতার করেছে মেট্রোপলিটন পুলিশ। রোববার (৭ সেপ্টেম্বর) রাতে রংপুর নগরীর লালকুঠি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে আদালতে হাজির করলে নীলফামারী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মোশাররফ হোসেন তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পৌর এলাকার আব্দুস সালাম বাবলা বাদী হয়ে তার বিরুদ্ধে ভাঙচুর মামলাটি দায়ের করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল আজিজ জানান, ‘শাহিদ মাহমুদ ফ্যাসিস্ট সরকারের বিনা ভোটের চেয়ারম্যান ছিলেন। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে।’

বিজ্ঞাপন

পুলিশ জানায়, ‘শাহিদ মাহমুদ নীলফামারীর পাঁচ মামলার আসামি। ভাঙচুর মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। পরবর্তীতে অন্যান্য মামলায়ও শোন-অ্যারেস্ট দেখানো হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর