Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্কুল মাঠ থেকে অজগর উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৫৫

উদ্ধার হওয়া অজগর

পঞ্চগড় : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার নদীর পাশের একটি বিদ্যালয়ের মাঠ থেকে প্রায় ৭ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করেছে বন বিভাগ।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সদরের রনচন্ডী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে থেকে অজগরটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, অজগরটি রনচন্ডী নদীর খাল পেরিয়ে হঠাৎ করে বিদ্যালয়ের মাঠে চলে আসে। প্রথমে এটি দেখে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়ে। পরে খবর পেয়ে বন বিভাগের একটি দল অজগরটি উদ্ধার করে।

তেঁতুলিয়া বন বিভাগের কর্মকর্তা নুরুল হুদা জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে যান এবং অজগরটিকে উদ্ধার করেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘অজগরটি কিছুটা অসুস্থ। সুস্থ হয়ে উঠলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর