Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের জন্য রাষ্ট্রদূত মনোনয়ন দিলেন ট্রাম্প

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৩ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৪৮ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৪৭

বাংলাদেশের জন্য মনোনীত নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রাইস্টেনসেন।

ঢাকা: বাংলাদেশের জন্য রাষ্ট্রদূত হিসেবে পেশাদার কূটনীতিক ব্রেন্ট ক্রাইস্টেনসেনকে মনোনীত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এ মনোনয়নের বিষয়ে শুনানির জন্য হোয়াইট হাউস দেশটির সিনেটে পাঠিয়েছে। মার্কিন পররাষ্ট্র বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।

ব্রেন্ট ক্রাইস্টেনসেন বর্তমানে ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে আন্ডার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এর আগে ২০১৯ থেকে তিন বছর ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক বিভাগে কাউন্সিলর হিসেবে নিয়োজিত ছিলেন।

রাষ্ট্রদূত হিসেবে পিটার হাসের স্থলাভিষিক্ত হচ্ছেন ব্রেন্ট। হাস গত বছর বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে বিদায়ের পর অবসরে যান। এরপর মার্কিন পররাষ্ট্র বিভাগ অবসরপ্রাপ্ত আরেক পেশাদার কূটনীতিক ট্রেসি অ্যান জ্যাকবসনকে বাংলাদেশে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্ব দিয়ে পাঠায়।

বিজ্ঞাপন

মার্কিন কূটনৈতিক বিশ্লেষক জন ডানিলোভিচ আজ বাংলাদেশ সময় বুধবার (৩ সেপ্টেম্বর) ফেসবুকে এক পোস্টে বলেন, ‘বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ সময়ে রাষ্ট্রদূতের দায়িত্ব পালনের জন্য ব্রেন্ট ক্রাইস্টেনসেন সবচেয়ে উপযুক্ত ব্যক্তি। তিনি আশা প্রকাশ করেন, মার্কিন সিনেট দ্রুত এ মনোনয়ন অনুমোদন করবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর