Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আফগানিস্তানে ভূমিকম্পে নিহতের সংখ্যা ১৪০০ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক
২ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৩৫ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২৫ ১০:০০

ছবি: সংগৃহীত

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪১১ জনে। দেশটির তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক্সে দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) মধ্যপ্রাচ্যের গণমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের ফলে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কুনার প্রদেশে। সেখানে নিহতের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে এবং বহু ঘরবাড়ি ধ্বংস হয়েছে।

জানাও হয়, ভূমিকম্পে আহত ৩ হাজার ১২৪ জন। ৬ মাত্রার এই ভূমিকম্পের পর এখনো নিখোঁজদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

দুর্গম পার্বত্য এলাকায় রাস্তাঘাট ভেঙে যাওয়া এবং মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে পড়ায় উদ্ধারকর্মী ও সহায়তাকারীরা ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়েছেন। জাতিসংঘ জানিয়েছে, প্রথম ২৪ ঘণ্টায় ব্যাপক ভূমিধস ও পাথর খসে পড়ায় দুর্গত এলাকায় পৌঁছানো খুবই কঠিন হয়ে পড়েছে। ফলে সবার জন্যই প্রবেশাধিকার সীমিত।

বিজ্ঞাপন

জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়ক ইন্দ্রিকা রাটওয়াটে জানিয়েছেন, যে পরিসংখ্যান পাওয়া গেছে তা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

আফগানিস্তানে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা অঞ্চলে, যেখানে ইউরেশীয় ও ভারতীয় টেকটোনিক প্লেটের মিলনস্থল।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর