Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষার্থী-গ্রামবাসী সংঘর্ষের ঘটনায় চবি’র তদন্ত কমিটি গঠন

চবি করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৫৩

চট্টগ্রাম ব্যুরো: শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে সারাবাংলাকে তদন্ত কমিটি গঠনেরর বিষয়টি নিশ্চিত করেছেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক শামীম উদ্দীন খান।

অধ্যাপক শামীম সারাবাংলাকে জানান, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক কামাল উদ্দীনকে কমিটির প্রধান করা হয়েছে। এছাড়া কমিটিতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, সাবেক ভিপি ও স্থানীয় বিএনপি নেতা এস এম ফজলুল হকসহ ছাত্র প্রতিনিধিরা আছেন।

তিনি আরও বলেন, ‘সংঘর্ষের কারণে আতঙ্কিত হয়ে শিক্ষার্থীরা মেস ও কটেজ ছেড়ে ক্যাম্পাসে আশ্রয় নিয়েছেন। তাদের ফেরানোর বিষয়ে সিন্ডিকেট সদস্য এস এম ফজলুল হকের সঙ্গে আলোচনা হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের হল উন্মুক্ত রাখা হয়েছে।’

বিজ্ঞাপন

আহতদের চিকিৎসার ব্যয় বিশ্ববিদ্যালয় প্রশাসন বহন করবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর