Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়া বহিষ্কার

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ আগস্ট ২০২৫ ১৮:০৯ | আপডেট: ৩১ আগস্ট ২০২৫ ১৮:৩৪

উদয় কুসুম বড়ুয়া

ঢাকা: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য উদয় কুসুম বড়ুয়াকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রোববার (৩১ আগস্ট) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের নির্দেশনা অমান্য, বিশৃঙ্খলা সৃষ্টি ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গঠনতন্ত্র অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, উদয় কুসুম বড়ুয়া দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। এজন্য তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, দলীয় শৃঙ্খলা রক্ষার স্বার্থে ভবিষ্যতেও এমন কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর