Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এশিয়া কাপে বাংলাদেশের ম্যাচের টিকিটের মূল্য কত?

স্পোর্টস ডেস্ক
৩১ আগস্ট ২০২৫ ১৪:৩৬ | আপডেট: ৩১ আগস্ট ২০২৫ ১৫:৩২

এশিয়া কাপে লড়বে বাংলাদেশ

এশিয়া কাপে মাঠে গড়াতে বাকি আর মাত্র ৯ দিন। প্রতিবারের মতো এবারের আসরেও লড়বে বাংলাদেশ। গ্রুপ পর্বে বাংলাদেশের তিনটি ম্যাচের টিকিটের মূল্য কত, জানা গেল আজ।

১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু বাংলাদেশের এশিয়া কাপ মিশন। এই ম্যাচ দেখা যাবে সর্বনিম্ন ১১.৩৪ মার্কিন ডলারে, বাংলাদেশি টাকায় যা প্রায় ১ হাজার ৩৭৯ টাকা। দক্ষিণ গ্র্যান্ডস্ট্যান্ডের টিকিটের মূল্য প্রায় ২৭৫৭ টাকা। ভিআইপি স্যুটে খেলা দেখতে খরচ পড়বে ৬২ হাজার ৩৭ টাকা।

গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলংকা ও আফগানিস্তান, খেলা দুটি হবে ১৩ ও ১৬ সেপ্টেম্বর। এই দুই ম্যাচে সর্বনিম্ন প্রায় ২ হাজার ৬৮ টাকায় নর্থস্ট্যান্ডে বসে খেলা দেখতে পারবেন দর্শকরা। দক্ষিণ গ্র্যান্ডস্ট্যান্ডের টিকিটের মূল্য প্রায় ৩ হাজার ৪৪৭ টাকা।

বিজ্ঞাপন

এই দুই ম্যাচের টিকিটের সর্বোচ্চ দাম ভিআইপি স্যুটের, বাংলাদেশি টাকায় যা প্রায় ৬৮ হাজার ৯৩০ টাকা। তবে এক্ষেত্রে একসাথে ৪ জন বসে খেলা দেখার সুযোগ পাবেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর