Saturday 13 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুল্ক নীতির ফলে যুক্তরাষ্ট্রে ২০০ কোটি ডলারের বেশি রফতানির সম্ভাবনা: ড. জাহিদ

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ আগস্ট ২০২৫ ১৬:০১ | আপডেট: ৩০ আগস্ট ২০২৫ ১৭:১৫

বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক লিড ইকোনমিস্ট ড. জাহিদ হোসেন – (ফাইল ছবি : সংগৃহীত)

ঢাকা: চীন ও ভারতের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত পারস্পরিক শুল্ক নীতির ফলে চলতি ২০২৫-২৬ অর্থবছরে মার্কিন বাজার থেকে বাংলাদেশের ২০০ কোটি ডলারেরও বেশি রফতানি আয়ের সম্ভাবনা দেখছেন বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক লিড ইকোনমিস্ট ড. জাহিদ হোসেন।

শনিবার (৩০ আগস্ট) ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত মোয়াজ্জেম হোসেন স্মারক বক্তৃতায় তিনি এমন পূর্বাভাস ও বিশ্লেষণী অভিমত ব্যক্ত করেন।

ড. জাহিদ হোসেন বলেন, ট্রাম্পের শুল্ক বাংলাদেশের অর্থনীতির জন্য একটি ইতিবাচক পরিস্থিতি সৃষ্টি করেছে। ভারতের ওপরে বাংলাদেশের তুলনায় ৩০ শতাংশ বেশি শুল্কারোপ করায় ১২০ থেকে ২০৭ কোটি ডলার বেশি রফতানির সুযোগ সৃষ্টি হয়েছে। আর চীনের ওপরে বেশি শুল্কারোপ করার কারণে ৭০ লাখ ডলার থেকে আড়াই কোটি ডলার বেশি রফতানি হতে পারে মার্কিন বাজারে।

বিজ্ঞাপন

ইআরএফ সভাপতি দৌলত আক্তার মালার সভাপতিত্বে অনুষ্ঠিত স্মারক বক্তৃতা অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কাশেম।

বিজ্ঞাপন

কেরানীগঞ্জে ১২ তলা ভবনে আগুন
১৩ ডিসেম্বর ২০২৫ ০৮:২৫

আরো

সম্পর্কিত খবর