Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চমক রেখে এশিয়া কাপের দল ঘোষণা বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
২২ আগস্ট ২০২৫ ২০:৩৬ | আপডেট: ২২ আগস্ট ২০২৫ ২১:৫৮

এশিয়া কাপের দল ঘোষণা বাংলাদেশের

গুঞ্জনটা ছিল আগে থেকেই। নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজে ছুটিতে থাকার আবেদন করা মেহেদি হাসান মিরাজ এশিয়া কাপে খেলবে কিনা, সে নিয়ে ছিল শঙ্কা। শেষ পর্যন্ত মিরাজকে ছাড়াই এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ। লিটন দাসকে অধিনায়ক করে ১৫ সদস্যের এই স্কোয়াডে জায়গা করে নিয়েছেন নুরুল হাসান সোহান, দলে ফিরেছেন ৩ বছর পর। একই স্কোয়াড খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে আসন্ন টি-২০ সিরিজেও।

পারিবারিক কারণে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ থেকে আগেই ছুটি নিয়েছিলেন মিরাজ। তাকে বাদ দিয়েই এশিয়া কাপে যাচ্ছে বাংলাদেশ।

টি-২০ ফরম্যাটে প্রায় ৩ বছর পর জাতীয় দলে ফিরছেন উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান। দলে ফিরেছেন সাইফউদ্দিন। স্কোয়াডে জায়গা করে নিয়েছেন তরুণ সাইফ হাসানও। পেস বিভাগে আছেন মোস্তাফিজ, তানজিম সাকিব, তাসকিনরাও।

বিজ্ঞাপন

টপ অর্ডারে জায়গা হয়নি নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকারের। এশিয়া কাপের জন্য অবশ্য স্ট্যান্ডবাই হিসেবে আছেন সৌম্য, মিরা, তানভীর ও হাসান মাহমুদ।

আগামী ৩০ আগস্ট সিলেটে শুরু হবে বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজ। ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু বাংলাদেশের এশিয়া কাপ মিশন।

বাংলাদেশ স্কোয়াডঃ লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান, তাসকিন আহমেদ ও সাইফউদ্দিন।

স্ট্যান্ড বাই (এশিয়া কাপের জন্য) : সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ।

বিজ্ঞাপন

মেঘনা গ্রুপে কাজের সুযোগ
৮ ডিসেম্বর ২০২৫ ১১:০১

চাকরি দিচ্ছে বেলমন্ট গ্রুপ
৮ ডিসেম্বর ২০২৫ ১০:৫৫

আরো

সম্পর্কিত খবর