Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির ব্যক্তিগত সহকারী কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ আগস্ট ২০২৫ ১৭:৪৮ | আপডেট: ১৮ আগস্ট ২০২৫ ১৮:২৭

টিপু মুনশির ব্যক্তিগত সহকারী (পিএস) লাভলু মিয়া

রংপুর: সাবেক বাণিজ্যমন্ত্রী আওয়ামী লীগ নেতা টিপু মুনশির ব্যক্তিগত সহকারী (পিএস) লাভলু মিয়াকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

এর আগে সোমবার (১৮ আগস্ট) ভোরে রংপুরের কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নের মদামুদন গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। লাভলু মিয়া ওই গ্রামের তইবুল খাঁর ছেলে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সনাতন জাগরণ মঞ্চের কেন্দ্রীয় মুখপাত্র ও ইসকন নেতা চিন্ময় দাস প্রভুর মুক্তির দাবিতে রংপুরে মিছিল চলাকালে সংঘর্ষের ঘটনায় করা মামলায় লাভলুকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সোমবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

জলপাই বাগানে কী করছিলেন বুবলী!
৮ ডিসেম্বর ২০২৫ ১৬:৪৪

আরো

সম্পর্কিত খবর