Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫ কোটি টাকার মেরিন ড্রাইভ ক্ষতিগ্রস্ত, দুদকের পরিদর্শন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২৫ ১১:১৯

কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিদর্শনকালে দুদক।

পটুয়াখালী: কুয়াকাটা সমুদ্র সৈকতের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে চার কোটি ৮৬ লাখ টাকা ব্যায়ে ১৩০০ মিটার নির্মাণাধীন মেরিন ড্রাইভ ক্ষতিগ্রস্ত হাওয়ায় সেই কাজের মান পরিদর্শন করেছে দুর্নীতি দমন কমিশন।

সোমবার (১১ জুলাই) দুপুরে কুয়াকাটা পর্যটন পার্ক সংলগ্ন এই কাজের পরিদর্শন করেন দুর্নীতি দমন কমিশনের পটুয়াখালী জেলার সহকারী পরিচালক তাপস বিশ্বাসের নেতৃত্ব একটি টিম।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন দুদকের উপসহকারী পরিচালক খালিদ হোসেন, কুয়াকাটা পৌরসভার প্রশাসক ইয়াসীন সাদেকসহ স্থানীয় গণ্যমান্যরা।

পরিদর্শন শেষে সহকারী পরিচালক তাপস বিশ্বাস বলেন, ‘এই প্রকল্পের অনিয়ম দুর্নীতির অভিযোগ আমাদের দুদকে জমা পরে এরই প্রেক্ষিতে আজকে আমাদের এই অভিযান। সরেজমিনে এসে আমরা যেটুকু পেয়েছি যে এটা একটি অপরিকল্পিত প্রজেক্ট। এই প্রজেক্ট চার কোটি ৮৬ লাখ টাকার যার মধ্যে এক কোটি ৭৬ লাখ টাকা দেওয়া হয়েছে যে পুরো টাকাটাই জলে ভেসে গেছে। এই প্রজেক্টের শুরুতে একটি টেকসই পরিকল্পনা গ্রহণ করা উচিত ছিল। তা করা হয়নি, আমাদের কাছে জমা পড়ার অভিযোগের সত্যতা পেয়েছি। আমরা মাঠে যা পেয়েছি এটা রিপোর্ট উদ্বোধন কর্তৃপক্ষের কাছে জমা দিব। কমিশন থেকে পরবর্তী সিদ্ধান্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন
সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

জলপাই বাগানে কী করছিলেন বুবলী!
৮ ডিসেম্বর ২০২৫ ১৬:৪৪

আরো

সম্পর্কিত খবর