Saturday 13 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক
১১ আগস্ট ২০২৫ ১০:৩৭ | আপডেট: ১১ আগস্ট ২০২৫ ১৬:২১

ছবি: বিবিস

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। এর আগে, যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা একই ধরনের পদক্ষেপ নিয়েছে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জানান, এই স্বীকৃতি কার্যকর হবে তখনই, যখন ফিলিস্তিনি কর্তৃপক্ষ হামাসকে ভবিষ্যতের রাষ্ট্রীয় কাঠামো থেকে সরিয়ে রাখার বিষয়ে প্রতিশ্রুতি দেবে।

তার ভাষায়, গাজা সংকট সমাধান ও মধ্যপ্রাচ্যে সহিংসতা বন্ধে দুটি রাষ্ট্রভিত্তিক সমাধানই একমাত্র মানবিক ও কার্যকর পথ।

বিজ্ঞাপন

ইসরায়েল অবশ্য অস্ট্রেলিয়ার এই ঘোষণাকে ‘সন্ত্রাসবাদকে পুরস্কৃত করার মতো’ সিদ্ধান্ত বলে আখ্যা দিয়েছে। তারা বলছে, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া মানে হামাসের মতো গোষ্ঠীগুলোর অবস্থানকে বৈধতা দেওয়া।

অন্যদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলেছে, এই স্বীকৃতি তাদের জনগণের আত্মনির্ধারণের অধিকারের প্রতি আন্তর্জাতিক সমর্থনেরই প্রতিফলন।

সারাবাংলা/ইআ
বিজ্ঞাপন

আরো