Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে আবাসিক হোটেল থেকে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২৫ ২১:২০ | আপডেট: ১৪ জুলাই ২০২৫ ২১:৪৬

মরদেহ। প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর দক্ষিণ সায়দাবাদে একটি আবাসিক হোটেল থেকে অজ্ঞাত এক ১২ বছরের শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।

সোমবার (১৪ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে সংবাদ পেয়ে সায়দাবাদের আবাসিক হোটেল আনোয়ারার পাঁচতলার একটি রুম থেকে ওই শিশুর মরদেহটি উদ্ধার করে যাত্রাবাড়ি থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

যাত্রাবাড়ি থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসান বশির ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, হোটেল কর্তৃপক্ষের সংবাদে ঘটনাস্থলে যাই। পরে ওই আবাসিক হোটেলের পাঁচ তলার একটি রুমের বিছানায় মরদেহ পাওয়া যয়। এ সময় দরজা বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় ছিল।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, গত দুইদিন আগে অন্যকারও সঙ্গে ওই হোটেলে উঠে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, ওই শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ছাড়া ওই শিশুটির পায়ুপথে আঘাতের চিহ্ন রয়েছে। সিআইডি ক্রাইমসিন ইউনিট বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। এ ছাড়া সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। শিশুটির পড়নে ছিল চেক শার্ট ও জিন্স প্যান্ট।

সারাবাংলা/এসএসআর/এইচআই
বিজ্ঞাপন

ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
১৫ ডিসেম্বর ২০২৫ ০৮:২৯

আরো