Friday 19 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোন পদ্ধতিতে পিআর বাস্তবায়ন হবে এটা স্পষ্ট করা প্রয়োজন: নজরুল ইসলাম

স্টাফ করেসপন্ডেন্ট
৬ জুলাই ২০২৫ ১৯:২৪ | আপডেট: ৬ জুলাই ২০২৫ ১৯:৩৯

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

ঢাকা: কোন পদ্ধতিতে এবং কিভাবে পিআর বাস্তবায়ন হবে এ ব্যাপারটা স্পষ্ট করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

রোববার (৬ জুলাই) রাজধানীর গুলশানে দুপুরে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘গণতন্ত্র কার্যকর করার জন্য একেক দেশে একেক রকম পদ্ধতি রয়েছে। তেমনি পিআর পদ্ধতি হলো একটা ধারণা। এটা বিভিন্ন দেশে বিভিন্নভাবে কার্যকর হয়। যারা এই পদ্ধতির কথা বলছেন, কীভাবে সেই পিআর বাস্তবায়ন হবে এ ব্যাপারে কোনো কথা বলছেন না। তাহলে এ বিষয়ে একটা অস্পষ্ট ধারণা থেকে যাচ্ছে। এটা শুধু আলোচনার জন্য আলোচনা হচ্ছে। কিন্তু স্পষ্ট করা প্রয়োজন।’

বিজ্ঞাপন

নজরুল ইসলাম খান বলেন, ‘এ রাষ্ট্র জনগণের, সিদ্ধান্ত দেওয়ার মালিকও তারা। অতীতে একটা ইভিএম পদ্ধতি চালু করা হয়েছিল। এই পদ্ধতি সম্পর্কে জনগণকে বোঝাতে অনেক প্রচারপ্রচারণা হয়েছে। যারা এই পদ্ধতি কার্যকর করবে তাদেরও অনেক প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। সেখানে যারা গেছেন তাদের ভাতা নিয়ে দুর্নীতির অভিযোগ রয়েছে। আবার তাদের মাধ্যমে সারাদেশে জনগণকেও প্রশিক্ষিত করার চেষ্টা হয়েছে। এরপরও আজ পর্যন্ত ইভিএম পদ্ধতি কিন্তু কার্যকর হয়নি। এটাতো শুধু কীভাবে ভোটটা দেবে সেটা। আর পিআর পদ্ধতি হলো গোটা নির্বাচন ব্যবস্থাকে বদলে দেওয়া।’

তিনি বলেন, ‘এ পদ্ধতি নিয়ে জনগণের সঙ্গে কোনো মতবিনিময় হয়েছে? এ সম্পর্কে জনগণকে কেউ জানিয়েছে? এমনকি এই নিয়ে সুশীল সমাজের সঙ্গে আলোচনা হয়েছে? না এ ধরনের আলোচনা হয়নি। ঐকমত্য কমিশনেও এ নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরুই হয়নি। অথচ এ নিয়ে আমাদের কিছু কিছু সহকর্মী বলছেন এই ব্যবস্থা করতেই হবে।’

সারাবাংলা/এফএন/এইচআই