Friday 19 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খিলক্ষেতে কাভার্ডভ্যানচাপায় ২ পরিচ্ছন্নকর্মী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
৬ জুলাই ২০২৫ ১২:৪২ | আপডেট: ৬ জুলাই ২০২৫ ১২:৫০

খিলক্ষেত থানা। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর খিলক্ষেতে কাভার্ডভ্যানের চাপায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আশরাফুল আলম (৬০) ও নিহার (৪০) নামে দুই পরিচ্ছন্নতা কর্মী নিহত হয়েছেন।

রোববার (৬ জুলাই) সকালে ‘লা মেরিডিয়ান’ হোটেলের সামনে এই দুর্ঘটনা ঘটে।

খিলক্ষেত থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, ভোরের দিকে খিলক্ষেত লা মেরিডিয়ান হোটেলের পাশে রাস্তা ঝাড়ু দেওয়ার কাজ করছিলেন তারা। এ সময় ময়মনসিংহ থেকে আসা একটি কাভার্ডভ্যান দুইজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান তারা। দুইজনই ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) দুইজন পরিছন্নতা কর্মী ছিলেন।

তিনি আরও জানান, ঘটনার পরপরই কাভার্ডভ্যানটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। মরদেহ দুটি মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসএসআর/ইআ
বিজ্ঞাপন

আরো