‘ছাত্ররা যেভাবে দেশ গড়তে চায়, জামায়াতও সেটাই চায়’
২৩ জানুয়ারি ২০২৫ ২০:২৬ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৫ ২১:৩৪
চট্টগ্রাম ব্যুরো: স্বৈরাচার পতনের পর দেশ গড়ার ক্ষেত্রে ছাত্রদের চাওয়া জামায়াত ইসলামী বাস্তবায়ন করতে চায় বলে জানিয়েছেন দলটির চট্টগ্রাম মহানগর কমিটির আমির শাহজাহান চৌধুরী।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, ‘১৫ বছরের স্বৈরাচারের শাসন শেষ করে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের পতনের পর ছাত্ররা যেভাবে দেশকে গড়তে চান, জামায়াতে ইসলামীও সেটাই বাস্তবায়ন করতে চায়। এজন্যই জামায়াত নেতারা ফাঁসির রশি গলায় নিয়েছেন। এখন সময় দেশকে গড়ার। আগামীর দিন হবে সাম্য, সততা ও দেশপ্রেমের। কোনো তাঁবেদার শক্তিকে বাংলাদেশের স্বাধীনতা-স্বার্বভৌমত্ব ও জনগণ নিয়ে ছিনিমিনি খেলতে দেয়া হবে না।’
সাতকানিয়া উপজেলা জামায়াতের আমীর কামাল উদ্দিনের সভাপতিত্বে এতে আরও দেন চট্টগ্রাম দক্ষিণ জেলার আমির আনোয়ারুল আলম চৌধুরী।
সারাবাংলা/আরডি/এসআর
চট্টগ্রাম চট্টগ্রাম মহানগর কমিটির আমির শাহজাহান চৌধুরী জামায়াত শীতবস্ত্র বিতরণ