জনগণের নির্বাচিত প্রতিনিধি দায়িত্ব নিলে বিশৃঙ্খলা ও ষড়যন্ত্র থেমে যাবে: ডা. জাহিদ
৪ জানুয়ারি ২০২৫ ২০:১১ | আপডেট: ৪ জানুয়ারি ২০২৫ ২৩:৫৭
দিনাজপুর: বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, জনগণকে যখন তাদের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিয়ে তাদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে সঠিক নেতৃত্বে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হবে, তখনি দেশে বিশৃঙ্খলা দূর হবে, ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেমে যাবে এবং বিচার কাজ দ্রুত শেষ করা সম্ভব হবে।
শনিবার (৪ জানুয়ারি) বিকেলে হাকিমপুর হিলি উপজেলা পৌর বিএনপিসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজন উপজেলা পরিষদের হলরুমে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে সীমান্তবর্তী হাকিমপুর হিলি উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের মন্দির, আদিবাসীদের গীর্জা ও কওমি এবং এতিমখানা মাদ্রাসায় অধ্যায়নরত শিক্ষার্থীসহ ১ হাজার ৫০০ জনকে শীত বস্ত্র ও কম্বল বিতরণ করা হয়।
ডা. জাহিদ হোসেন বলেন, আজকে যারা আপনার আমার সম্পদ লুন্ঠন করে বিদেশে পাড়ি দিয়েছে, তাদের সম্পদ ফিরিয়ে এনে বাংলাদেশের অর্থনৈতিকে মজবুত করা এবং সেই সমস্ত লুন্ঠনকারী ও মানুষ হত্যাকারীদের বিচার বাংলাদেশে মাটিতে যত দ্রুত করা যাবে, ততই দেশ সামনের দিকে এগিয়ে যাবে।
তিনি বলেন, পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকার গত সাড়ে ১৫ বছর জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে। অন্যদিকে ৯০ এর আন্দোলনে যারা স্বৈরাচার ছিলেন, তারা এখন অনেক কথা বলছেন। বিএনপিকে নিয়ে অনেকে ভীতসন্ত্রস্ত। যারা ষড়যন্ত্র করে স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি করে, তারা আবার দেশ প্রেমের কথা বলে- মুক্তিযুদ্ধের ইতিহাসকে অস্বীকার করা যায় না।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এ্যাডঃ দুলাল হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, উপদেষ্টা অধ্যাপক আকরাম হোসেন মন্ডল, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সাধারণ এস এম রেজা বিপুল, সাংগঠনিক সম্পাদক হযরত আলী সর্দার, হাকিমপুর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হক, যুগ্ম সম্পাদক জুয়েল হোসেন, সাংগঠনিক সম্পাদক ওহেদুর রহমান রিপন, উপজেলা যুবদলের আহবায়ক শাহ আলম, সদস্য সচিব এনামুল হক তাজ, পৌর যুবদলের সদস্য সচিব আলী মুর্তজা, মিন্নুর হোসেন, আরমান আলী, ইমরান আলী, উপজেলা ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব সোহাগ, পৌর ছাত্রদলের আহ্বায়ক রিমন প্রধানসহ বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/আরএস
ডা. এজেডএম জাহিদ হোসেন শীতবস্ত্র বিতরণ হাকিমপুর হিলি উপজেলা পৌর বিএনপি