Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জাগ্রত চেতনাকে বিভাজনের রেখা দিয়ে বিভক্ত করা যাবে না’

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ অক্টোবর ২০২৪ ১৬:৩৫ | আপডেট: ১৩ অক্টোবর ২০২৪ ১১:৫৮

ঢাকা: জাগ্রত চেতনাকে বিভাজনের রেখা দিয়ে আর বিভক্ত করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শারদীয় দুর্গোৎসবের মহানবমী ও বিজয়া দশমীর দিন শনিবার (১২ অক্টোবর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় জাগন্নাথ হলের পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘শতাব্দীপ্রাচীন এই উৎসব যুগ যুগ ধরে হয়ে আসছে। এই উৎসবের দরজা কখনও বন্ধ থাকে নাই। আমরা এই উৎসবের বেদীতে দাঁড়িয়ে এখানে এক একজন এক এক ধর্মের হতে পারি, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ মুসলিম কিন্তু আমরা তো একই ভূখণ্ডের উপরে দাঁড়িয়ে আছি। একই আলো, বাতাস, জলের মধ্যে অবগাহন করি। এই অবগাহনের মধ্য দিয়ে আমাদের ঐশিক চিন্তা জাগ্রত হয়েছে। জাগ্রত চেতনাকে বিভাজনের রেখা দিয়ে আর বিভক্ত করা যাবে না। শুধু নিজের স্বার্থের জন্য `ওরা জঙ্গী’, ‘ওরা সাম্প্রদায়িক’ যে বিভেদ রেখা তৈরি করা হয়েছিল, সেটা আর করতে পারবে না।’

রিজভী বলেন, ‘যারা বিবাদের বাণী শুনিয়েছে, তারা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যক্তি স্বার্থে শুনিয়েছে। আমাদের এই জমাট অটুট বন্ধনকে নষ্ট করার জন্য বলেছে। হাজার বছর ধরে আমরা একসাথে এদেশে বাস করছি। বৌদ্ধদের আমল, হিন্দুদের আমল, মুসলমানদের আমল। বিভিন্ন আমল থাকতে পারে কিন্তু এই উৎসবের কোনো আমল ছিল না। ছিল মহামিলনের একটি জায়গা, একটি প্রাঙ্গণ। সেই প্রাঙ্গণ যাতে কেউ বিনষ্ট করতে না পারে আমাদের সবাইকে সে ব্যাপারে সজাগ থাকতে হবে।’

তিনি বলেন, ‘আজ সবাই এক সঙ্গে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এই দুর্গা পূজার উৎসবকে আরও বেশি উন্মুক্ত আরও বেশি প্রাণের তলায় উদ্বেলিত করার জন্য প্রত্যেকটি সম্প্রদায়ের মানুষ মিলে পাহারা দিচ্ছে, যাতে কোনো কুচক্রীমহল তাদের উদ্দেশ্য সাধন করতে না পারে।’

বিজ্ঞাপন

বিএনপি নেতা বলেন, ‘অন্তর্বর্তী সরকার এই উৎসবকে আরও আনন্দদায়ক করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিশ্চয়ই সৃষ্টিকর্তা আমাদের সহায় হয়েছে এবং হবেন।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, বিএনপির সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, যুবদলের মেহেবুব মাসুম শান্ত, ছাত্রদলের নেতা মাসুদুর রহমান ও রাজু আহমেদ প্রমুখ।

সারাবাংলা/এজেড/এসআর

পূজামণ্ডপ পরিদর্শন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর