ইদ আনন্দের বাহারি টুপি [ছবি]
৩০ এপ্রিল ২০২২ ০৯:০০ | আপডেট: ৩০ এপ্রিল ২০২২ ১৩:০৩
ক’দিন বাদে ইদ। পোশাক-জুতার পর তাই এখন টুপি, জায়নামাজ আর আতরের দোকানে ভিড়। কারণ ইদে নতুন পাঞ্জাবির সঙ্গে নতুন টুপি ছাড়া ছেলে-বুড়ো কারওই যেন চলে না। আর ছোটদের জন্য তো বাহারি টুপি রয়েছেই। ইদ আনন্দের সঙ্গী সেই টুপির জোগান দিতেই এখন টুপির কারখানায় দম ফেলার সময় নেই শ্রমিকদের।
রাজধানীর কামরাঙ্গীরচরে টুপির বেশকিছু কারখানা গড়ে উঠেছে। সেখান থেকেই সারাদেশের বিভিন্ন মার্কেটে চলে যায় নানা রঙ আর নকশার টুপি। নামাজের জন্য স্বাভাবিক বাইরেও ফ্যাশনেবল অনেক টুপিও তৈরি হয় এসব কারখানায়। রফতানি হয় বিদেশেও।
কারিগররা বলছেন, সাধারণত দুই ইদে টুপির চাহিদা থাকে অনেক বেশি। এসময় উৎপাদনের লক্ষ্য পূরণে কাজ শেষ করতে হিমশিম খেতে হয় তাদের। কারখানাগুলোতে দুই ইদের আগে কারিগর বাড়ানো হয়। বাড়তি চাহিদা পূরণে নারী-পুরুষ শ্রমিকদেরও কাজ করতে হয় বাড়তি সময়। ইদুল ফিতরের ঠিক আগের এই মুহূর্তে তাই ভীষণ ব্যস্ততা যাচ্ছে টুপির এসব কারখানায়।
কামরাঙ্গীরচরের টুপির কারখানার ছবি তুলেছেন সারাবাংলার ফটো করেসপন্ডেন্ট সুমিত আহমেদ