Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সরকার নাকি উন্নয়নের রোল মডেল, শুনতে ভালোই লাগে’


৯ নভেম্বর ২০১৯ ১৬:৫২

ঢাকা: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সংসদ সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, সরকার নাকি উন্নয়নের রোল মডেল, শুনতে ভালোই লাগে। যেখানে ১৫ মিনিট বৃষ্টি হলে রাজধানী পানিতে তলিয়ে যায়। এক কিলোমিটার যেতে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয়। সেখানে কীসের উন্নয়ন?

শনিবার (৯ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল আয়োজিত এক অনুষ্ঠানে মওদুদ আহমদ এ সব কথা বলেন।

বিজ্ঞাপন

বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলেন, ‘সরকার বিচারহীনতার মডেল, জবাবদিহিহীনতার মডেল, নারী ও শিশু নির্যাতনকারীর মডেল, ক্যাসিনোর মডেল। সরকার এই ক্যাসিনো যুবলীগের নেতাদের দিয়ে চালাত। নিজেরাই তাদের ধ্বংসের সুরঙ্গ তৈরি করেছে। আজ দশ বছর হয়ে গেল জাতির কোনো একটি ইস্যু নিয়ে আলোচনা হয় না।’

মওদদু আহমদ বলেন, ‘এক বছর ৯ মাস হয়ে গেল খালেদা জিয়া জেলখানায়। মিথ্যা-বানোয়াট মামলা দিয়ে অবৈধ সরকার তাকে জেলে পাঠিয়েছে। আজ আমাদের ভয় দেখিয়ে আতঙ্ক সৃষ্টি করে সব ধরনের কাজ থেকে বিরত রেখেছে। আজ সময় এসেছে বিএনপির সব অঙ্গ-সংগঠন নিয়ে একসঙ্গে কাজ করার। সবাইকে সংঘবদ্ধ হতে হবে। ক্ষমতায় থাকার জন্য কেন সবকিছু পার্শ্ববর্তী রাষ্ট্রকে দিয়ে দিতে হবে।?’

ব্যারিস্টার মওদুদ বলেন, ‘বুলবুল নামক ঘূর্ণিঝড়কে ১০ নম্বর মহাবিপদ সংকেত দিয়েছে। ঘূর্ণিঝড় মোকাবিলায় সরকার পর্যাপ্ত ব্যবস্থা নেয়নি। ঘূর্ণিঝড় যদি আঘাত হানে তবে অনেক গরিব মানুষ ক্ষতিগ্রস্ত হবে। আশা করি, ঝড়টি নরম হয়ে আসবে। সরকারের প্রতি অনুরোধ জানাব, জনগণকে আর ধোঁকা দিবেন না।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। তিনি বলেন, ‘৭ নভেম্বরের কথা সবাই জানেন, যখন বাংলাদেশ একটি কঠিন সমস্যার সম্মুখীন হচ্ছিল, ঠিক তখনই জিয়াউর রহমান সেটি প্রতিহত করে বাংলাদেশকে সঠিক পথে এগিয়ে নিয়ে এসেছেন।’

বিজ্ঞাপন

সেলিমা রহমান বলেন, ‘আজ কোথাও আমাদের দাঁড়াতে দেওয়া হয় না, বক্তৃতা দেওয়া হয় না। বেগম জিয়াকে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠিয়েছে। এখন ভয় হচ্ছে, সুস্থ অবস্থায় বেগম জিয়াকে ফিরে পাব কিনা? আজ মুক্তিযোদ্ধার নামে সংসদে শোক প্রস্তাব দেওয়া হয় না। এটাই কি মুক্তিযোদ্ধার চেতনা? গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। এখন সরকারের পায়ের নিচে মাটি নেই।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মোক্তাদির, জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। এছাড়া মৎস্যজীবী দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

উন্নয়ন বিএনপি রোল মডেল সরকার

বিজ্ঞাপন

ফর্মে ফিরেও বাবরের আক্ষেপ
৬ জানুয়ারি ২০২৫ ১২:২১

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর