Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়া-৬ আসনে জাপার প্রার্থী নুরুল ইসলাম ওমর


২১ মে ২০১৯ ১৬:০৮

ঢাকা: বগুড়া-৬ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে নুরুল ইসলাম ওমরকে চূড়ান্ত করেছে তার দল। এই প্রার্থী জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব ও বগুড়া জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক।

মঙ্গলবার (২১ মে) জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ডেপুটি প্রেস সচিব খন্দকার দেলোয়ার জালালী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এর আগে, ২০১৪ সালের নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে বিজয়ী হয়েছিলেন নুরুল ইসলাম ওমর।

আরও পড়ুন:  বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে আ.লীগের প্রার্থী টি জামান নিকেতা

গত বছরের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিন্তু তিনি শপথ না নেওয়ায় এই আসনটি শূন্য ঘোষণা করা হয়।

আগামী ২৪ জুন এই আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সারাবাংলা/একে

উপনির্বাচন জাপার প্রার্থী নুরুল ওমর বগুড়া-৬ আসন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর