Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঐক্যফ্রন্ট ও ২০ দলের মধ্যে কোনো সমস্যা নেই: ফখরুল


৬ এপ্রিল ২০১৯ ১৪:০২ | আপডেট: ৬ এপ্রিল ২০১৯ ১৫:৩৬

ফাইল ছবি

ঢাকা: জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটের মধ্যে কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৬ এপ্রিল) দুপুরে রাজধানীর মুক্তি ভবনের মণি সিংহ হলে আয়োজিত বাংলাদেশ কল্যাণ পার্টির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ফখরুল এ তথ্য জানান।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ড. কামাল হোসেনের নেতৃত্বে গড়ে ওঠা জাতীয় ঐক্য প্রক্রিয়া এবং বি. চৌধুরীর নেতৃত্বে গড়ে ওঠা যুক্তফ্রন্টকে একীভূত করে তৈরি করা হয় ‘জাতীয় ঐক্যফ্রন্ট’। এই ফ্রন্ট থেকে সরে গিয়ে বি চৌধুরী যোগ দেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটে। আর বিএনপি যোগ দেয় জাতীয় ঐক্যফ্রন্টে।

জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের পর ২০ দলীয় জোট ক্রমশ নিষ্ক্রিয় হতে থাকে। নির্বাচনের আগে জোট শরিকদের জন্য আসন ছেড়ে দিয়ে সেই নিষ্ক্রিয় অবস্থার কিছুটা পরিবর্তন ঘটায় বিএনপি। কিন্তু নির্বাচনের পর ২০ দলীয় জোট ফের নিষ্ক্রিয় অবস্থায় চলে গেছে। জোটের শরিকরা এই নিষ্ক্রিয়তার জন্য জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে বিএনপির ‘অতিমাত্রার সম্পর্ককে’ দায়ী করে আসছেন।

এরই পরিপ্রেক্ষিতে ২০ দলীয় জোটের অন্যতম শরিক দল বাংলাদেশ কল্যাণ পার্টির জাতীয় কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব বলেন, ‘একটি কথা খুব স্পষ্ট করে বলে দিতে চাই, আমরা যে ঐক্য সৃষ্টি করেছিলাম, একদিকে ২০ দলীয় ঐক্যজোট, আরেক দিকে জাতীয় ঐক্যফ্রন্ট— আমাদের মধ্যে কোথাও কোনো সমস্যা নেই। আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের সেই লক্ষ্যের দিকে যাচ্ছি। যে লক্ষ্যের মধ্য দিয়ে আমরা গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে পারব।’

বিজ্ঞাপন

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের মধ্যে অনেক সময় দেখি হতাশার সুর আসে। কেন, কী হয়েছে? নির্বাচনে জোর করে ফলাফল নিয়ে গেছে, সে জন্য কি আমরা পরাজিত হয়েছি? কখনো না। এ দেশের মানুষকে নিয়ে আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি, কল্যাণের জন্য সংগ্রাম করছি, সমৃদ্ধির জন্য সংগ্রাম করছি। এ সংগ্রামে জনগণ আমাদের সঙ্গে আছে। সেই জনগণকে সঙ্গে নিয়ে অপ্রতিরোধ্য আন্দোলন গড়ে তুলব। যে আন্দোলনের মধ্য দিয়ে আমাদের বুকে চেপে বসা দানবকে সরাতে সক্ষম হব।’

বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। সভা পরিচালনা করেন বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান।

সারাবাংলা/এজেড/একে

২০ দল একাদশ নির্বাচন জাতীয় ঐক্যফ্রন্ট

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর