Thursday 01 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সালথা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ জানুয়ারি ২০২৬ ২৩:০৪

সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফারুকুজ্জামান ফকির মিয়া। ছবি: সংগৃহীত

ফরিদপুর: সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফারুকুজ্জামান ফকির মিয়াকে (৬০) আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তিনি উপজেলার ভাওয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফরিদপুর শহর থেকে তাকে আটক করা হয়। ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি মিজানুর জানান, ফরিদপুর শহর থেকে তাকে আটক করা হয়েছে। রাতেই তাকে সালথা থানায় হস্তান্তর করা হবে। তার বিরুদ্ধে আগের মামলা রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর